অসহায় বিচারপ্রার্থীদের জন্য হটলাইন চালুর তাগিদ
অসহায় বিচারপ্রার্থীদের জন্য বাংলাদেশ আইন সমিতিকে হটলাইন সার্ভিস চালুর তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। ৩৪তম বার্ষিক সম্মেলন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আইন সমিতি। সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম আফজাল-উল-মুনীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, সঞ্চালনা করেন আইন সমিতির সাধারণ সম্পাদক মাজফুজুর রহমান আল-মামুন। অনুষ্ঠান উদ্বোধন করেন আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন। প্রধান বিচারপতি বলেন, আইন সমিতির সদস্যরা জনগণের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং দরিদ্র, অসহায়, সহায়-সম্বলহীন বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানে ভূমিকা রাখছে জেনে আমি আনন্দিত। আইনগত সহায়তাকে আরও বেগবান করার জন্য আইন সমিতি হটলাইন সার্ভিস চালু করলে অসহায় বিচারপ্রার্থীরা বিশেষভাবে উপকৃত হবে।